Advertisement

রাজনৈতিক তর্জা । ধর্মের রাজনীতি, রাজনীতির ধর্ম । The religion of politics

রাজনৈতিক তর্জা । ধর্মের রাজনীতি, রাজনীতির ধর্ম । The religion of politics আজকাল আমাদের রাজ্যে রামকে নিয়ে একটু ঠাট্টা ইয়ার্কি করা আর নিজের পায়ে যেচে কুড়ুল মারা মোটামুটি একই ব্যাপার। অথচ ছোটবেলা থেকে কিন্তু আমাদের বেড়ে ওঠাটাই এরকমভাবে যে সব ধর্ম, সব ভগবান, আল্লা মিলেমিশে একাকার। আমরা নাখোদা মসজিদের সামনের কাবাবটাও ছাড়ি না, বড়দিনের কেকটার জন্যও নাহুমসের সামনে লাইন লাগাই আবার লক্ষ্মীপুজোর খিচুড়ি ভোগটাও আমাদের চাই। ছোটবেলা থেকে পরীক্ষার হলে যে ভগবানকে মনে করেছি, আজ রোজ তাঁকে ডেকে বলতে হয় আজ যেন তোমাদের নাম করে আরেকটা মানুষ না মারা যায়। কিন্তু এসব কেন? রাজনৈতিক দলগুলোর তো ধর্ম, ভগবান, আল্লার সাথে কোনো সম্পর্ক নেই, তাদের তো কেউ আমাদের হয়ে, আমাদের ধর্মের, আমাদের বিশ্বাসের, আমাদের আল্লা বা আমাদের রামের মুরুব্বী করতে মাথার দিব্বি দেয়নি, তবে তাদের ধর্ম নিয়ে এত মাতামাতি কেন? নিজেদের আসল কাজ ছেড়ে তারা এখন ধর্ম নিয়ে বেশী চিন্তিত। এই নিয়েই আলোচনা আজকের হঠাৎ যদি উঠলো কথায়।

Politics itself is convoluted enough; the addition of religion makes it a lethal one. India has a long history of mixing politics and religion together, and if that history has taught us anything, it is that the time has come to stop this practise. The chants of “Jai Shree Ram” echoing throughout the country should be a rally cry for good; however, due to certain miscreants and pedlars of fait, it has been reduced into something that evokes fear among Muslims because it reminds them of the lynching’s that are being done in the name of God. “Allah Hu Akhbar” or God is great, should be a unifier and an acceptance of a higher power, now, it has become synonymous to a cry by godforsaken people to justify their deeds. This trend, this practice has now brought India to a crossroads, and the choice is simple. Rise above it, or drown with it.

Music by Bensound

ধর্ম ও রাজনীতি,বিজেপি,জয় শ্রী রাম,জয় বাংলা,হিন্দু মুসলিম,বাংলায় হিন্দু মুসলিম,তৃণমূল,বাংলার রাজনীতি,রাজনীতি,রাম,বাংলায় তৃণমূল,তৃণমূল বনাম বিজেপি,politics and religion,religion politics,bjp in bengal,hindu muslim,west bengal politics,politics,religion,bengal political leaders,west bengal bjp,west bengal trinamool,trinamool vs bjp,jay shri ram,joy bangla,kolkata,bengali,

Post a Comment

0 Comments